৪৫ ভাগ শিশু অধিকার থেকে বঞ্চিত : ইমানুল হক


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৭ নভেম্বর ২০১৪

বাংলাদেশে মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশিরভাগ শিশুই তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান ইমানুল হক চৌধুরী। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ শিশু অধিকার কনভেনশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে শিশু অধিকার রক্ষায় অনেক প্রশংসনীয় কাজ করা হয়েছে। তবুও মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশিরভাগ শিশুই তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখনো ৭৯ লাখ শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তাদের বয়স ৫ থেকে ১৭ বছরের মধ্যে।

দেশে মোট বাল্যবিবাহের হার ৬৬ ভাগ উল্লেখ করে তিনি বলেন, এই সকল শিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। যাদের মধ্যে বেশিরভাগই মেয়ে শিশু। সেইসঙ্গে শিশুদের জন্য জাতীয় বাজেটে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় তা ৪৫ভাগ শিশুর জন্য যথেষ্ট নয়।

সংবাদ সম্মেলনে শিশুদের সার্বিক উন্নয়নে ৬টি সুপারিশও তুলে ধরে সংগঠনটি। এ সময় সংগঠনটির অন্তর্ভুক্ত ১০টি এনজিও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।