জেসিআইয়ের ডেলিভারস হ্যাপিনেস প্রকল্পের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ মার্চ ২০১৬

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য আয়োজিত ডেলিভারস হ্যাপিনেস এর প্রাথমিক পর্ব সফলভাবে সম্পন্ন করেছে জেসিআই ঢাকা অ্যাচিভারস। রাজধানীর এরশাদনগর বস্তিতে শুক্রবার (১১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়।

জেসিআই ঢাকা অ্যাচিভারসের লোকাল প্রেসিডেন্ট ইসমাত জাহানের নেতৃত্বে, প্রকল্প প্রধান সাখাওয়াত হোসেন সবুজ ও তার টিমের সহযোগিতায় এই প্রোজেক্ট সম্পন্ন হয়। জেসিআই ঢাকা অ্যাচিভারস-এর অন্যান্য বোর্ড ও সাধারণ সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।

এখানে শিশু ও নারীদের বিভিন্ন উপস্থাপনার সাহায্যে শিশুদের সুস্বাস্থ্য, পরিছন্নতা ও পুষ্টির বিভিন্ন বিষয়ে দেখানো হয়। প্রোগ্রামের বিশেষ সুবিধা ছিল ৫০ পরিবারের নারী ও শিশুর বিনামূল্য ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা প্রদান।

এসময় তাদের সুস্থ ও স্বাস্থ্যকর জীবন যাপনের বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনা দেয়া হয়। চিকিৎসা শেষে সবাইকে সুস্থ ও সফল জীবনের দিকে উদ্বুদ্ধ করতে একটি করে পরিছন্নতা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহায়তা প্রদানে জড়িত ছিল প্রাণ-আরএফএল গ্রুপের সূর্য ডিটারজেন্ট পাউডার। প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের সদস্য মির শাহেদ আলী ও অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জেসিআই ঢাকা অ্যাচিভারস ২৬ ফেব্রুয়ারি ওই এলাকাতে একটি ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সুবিধাবঞ্ছিত নারী ও শিশুদের প্রধান সমস্যা সম্পর্কে অবহিত হয় এবং সে অনুযায়ী প্রোজেক্ট প্লানের মাধ্যমে এই প্রোজেক্ট এর সূচনা হয়।

জেসিআই ঢাকা অ্যাচিভারস, জেসিআই বাংলাদেশের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সার্বিক সমাজ অবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জেসিআই বাংলাদেশ যে লক্ষ্য স্থির করেছে তাতে সহায়তা প্রদান ও সমাজে ইতিবাচক অবদান রাখাই জেসিআই ঢাকা অ্যাচিভারসের মূল লক্ষ্য।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।