অটিজম শিশুদের জন্য গান ‘আমরা জাতির আশা, আমরা শিশু’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, যেখানে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ, সামাজিক আচরণ, সামাজিক কল্পনা ইত্যাদি ক্ষেত্রে বেশ সমস্যা লক্ষ্য করা যায়।

বিশেষজ্ঞরা একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলেও থাকেন। সমাজে চারপাশে অনেক শিশুই আছে এ ধরনের সমস্যা নিয়ে বেড়ে ওঠে।

বিশেষ এই শিশুদের চাই বাড়তি যত্ন ও তাদের প্রতি গুরুত্ব। সেই বিবেচনায় ইউনিসেফ বাংলাদেশ তৈরি করেছে একটি গানচিত্র।

এ আয়োজনে আরও যুক্ত আছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর। এ গানের শিরোনাম ‘আমরা জাতির আশা/ আমরা শিশু’।

গানটি লিখেছেন যুগ্মসচিব ও বিআরটিএ পরিচালক (অডিট ও আইন) মোহাম্মাদ কামরুল ইসলাম চৌধুরী। এর সংগীতায়োজন করেছেন মেহেদি হাসান তামজিদ।

ইউনিসেফ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

এমআইএইচএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।