প্রযোজকের কুপ্রস্তাবে প্রিয়তির ক্ষোভ!


প্রকাশিত: ০৯:০৯ এএম, ৩০ মার্চ ২০১৬

মিস আর্থ ইন্টারন্যাশনাল ও মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তিকে সম্প্রতি বলিউডে একটি ছবির জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু প্রযোজকের আপত্তিকর চাহিদা পূরণের শর্ত দেয়ায় সেটি ফিরিয়ে দিয়েছেন প্রিয়তি।

আজ বুধবার, ৩০ মার্চ প্রিয়তির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানা গেছে। এদিকে ফেসবুকে আলাপকালে প্রিয়তি জানান, বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান স্টাইল এশিয়া প্রোডাকশানের এক প্রযোজক তাকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে একটি ছবিতে কাজের জন্য প্রস্তাব দেন। ছবির সম্ভাব্য নাম ‘না জি না’। ছবির গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় রাজিও হয়েছিলেন প্রিয়তি। কিন্তু বাধ সাধে প্রযোজকের কুপ্রস্তাবে।

প্রিয়তি জানান, ‘ওই প্রযোজক আমাকে এই ছবির বিনিময়ে মোটা অংকের পারিশ্রমিক দিতে রাজি হন। আমিও ছবিটির গল্প দেখে আগ্রহী হয়েছিলাম। কিন্তু আলাপচারিতার এক পর্যায়ে তিনি তার মনোরঞ্জনের জন্য আমাকে প্রস্তাব দেন। তাকে খুশি করতে বলেন। এটি রীতিমত একজন অভিনয় শিল্পীর জন্য অপমানজনক বিষয়। আমি এত বড় বড় প্লাটফর্মে কাজ করেছি কিন্তু এসবের অভিজ্ঞতার মুখোমুখি হইনি কখনো। উন্নত বিশ্বে শিল্পীদের শিল্পবোধ ও তার মেধাকেই প্রাধান্য দেয়া হয়। কিন্তু আমাদের উপমহাদেশে মেয়েদের দেহটাকেই ভাবা হয় তার যোগ্যতা।’

তিনি আরো বলেন, ‘বলিউডে এর আগেও আমি বেশ কিছু ভালো ছবিতে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু এই দেহ দিয়ে মনোরঞ্জনের প্রস্তাব আসায় বাধ্য হয়ে সেগুলো ফিরিয়ে দিতে হয়েছিলো। এবারেও তাই হলো। হয়তো আমারই দুর্ভাগ্য। তাই আমার সঙ্গেই বারবার মন্দ লোকগুলোর কাজের কথা হয়। নিশ্চয় বলিউডে ভালো প্রযোজকও রয়েছেন। তবে বলিউডের উচিত তাদের ইন্ডাস্ট্রির ইমেজের স্বার্থে এইসব অসাধু প্রযোজকদের নজরে রাখা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। কেননা, বলিউডের বাজার এখন বিশ্বজুড়ে।’

প্রিয়তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই প্রযোজককে একা দায়ী করে লাভ নেই। সে আমাকে পায়নি ঠিকই কিন্তু আরেকজনকে পেয়ে যাবে। কেননা, ওই প্রযোজক আমাকে বলেছেন এটাই নাকি বলিউডের স্টাইল ও সিস্টেম। যদি তাই হয়ে থাকে তবে আমি বলব এটা বলিউডের জন্য দারুণ লজ্জার ব্যাপার। সেখানকার মেয়েদের এখনই এই বিষয়গুলোর জন্য সরব হওয়া উচিত। কেননা, এভাবে চললে বলিউডের প্রতি, উপমহাদেশের চলচ্চিত্রের প্রতি মেয়েদের আস্থা নষ্ট হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ব সুন্দরীদের জীবনী প্রকাশের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রিয়তির সঙ্গে। তারা ধারাবাহিকভাবে প্রিয়তির জীবনী প্রকাশ করবে। আর এর চুক্তি অনুযায়ী প্রায় এক কোটি টাকা পাবেন প্রিয়তি।

এলএ/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।