পরিবেশ রক্ষায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৪ জুন ২০২৫

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ জুন থেকে শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’। ‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় সংগঠনের প্রতিটি স্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ এবং কমপক্ষে দুটি করে চারা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, শাখাভিত্তিক জনসচেতনতামূলক র‍্যালি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ এবং ক্যাম্পাসের আবাসিক হলে টবসহ গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পরিবেশ রক্ষায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ উদ্যোগ হিসেবে ঢাকা মহানগরসহ অন্যান্য শহরে বাসার ছাদ ও বারান্দায় বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। শহীদদের নামে স্থাপিত বাগানসমূহের পরিচর্যা এবং নতুন গাছ লাগানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছাত্রশিবির জানিয়েছে, বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণ ও বিগত বছরগুলোর রোপিত চারাগুলোর পরিচর্যার দিকেও গুরুত্ব দেওয়া হবে। তবে, চাষযোগ্য জমির পাশে বা অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার মাধ্যমে এই সবুজ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এএএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।