অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘হাউজফুল ৫’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০২ জুন ২০২৫
‘হাউজফুল ৫’ সিনেমার তারকারা

বলিউড সুপার স্টার অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমার অগ্রিম বুকিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল (১ জুন)। প্রচারমূলক এ অনুষ্ঠানে সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে প্রযোজক ও পরিচালকও উপস্থিত ছিলেন। সবাই ব্যাপক উৎসাহের সঙ্গে জানিয়েছেন, ‘সিনেমার টিকিট বুকিং শুরু হয়ে গেছে’। এ কারণে অগ্রিম বুকিং শুরুর সাথে সাথেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। সবশেষ তথ্য অনুসারে জানা গেছে, এখন পর্যন্ত প্রথম দিনে ২৪ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

ভারতীয় নিউজ পোর্টার ‘ই-টাইমস’র সংবাদ জানাচ্ছে, ‘হাউসফুল ৫’ সিনেমাটির প্রথম দিনের ৭ হাজার ৫৯৮টি টিকিট বিক্রি করে, ৯০.৮৮ লাখ রুপি অগ্রিম বুকিং করেছে। এ সংখ্যাটি ব্লক বুকিং বাদে, যার মোট আয় ২.৯৭ কোটি রুপি। আর সব মিলিয়ে ‘হাউজফুল ৫ অগ্রিম বুকিংয়েই ৩.৮৮ কোটি রুপি আয় করেছে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে সিনেমাটি।’

হিন্দি সিনেমার ইতিহাসে এটিই প্রথমবার যখন কোনো সিনেমার ২টি ক্লাইম্যাক্স মুক্তি পাবে। বুকিংয়ের সময় ‘হাউসফুল ৫ এ’ এবং ‘হাউসফুল ৫ বি’ দুটি অপশন পাওয়া যাবে। একই সিনেমার দুটি ক্লাইম্যাক্স মুক্তি করে দর্শকদের থিয়েটারে আনার চেষ্টা করেছে নির্মাতা।

‘হাউসফুল ৫’সিনেমাটি নির্মাণ ও চিত্রনাট্য রচনা করেছেন তরুণ মানসুখানির। প্রযোজনা করেছেন সাজিদ খান। সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তলেপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবেরর মতো সেরা সেরা তারকা অভিনয় করেছেন। এটি আগামী ৬ জুন মুক্তি পাবে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।