ঝগড়া করতে করতেই মুশফিক-সাদিয়ার প্রেম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০২ জুন ২০২৫

একটি বিয়েবাড়ি। সাজসজ্জায় ব্যস্ত দুই ইন্টেরিয়র ডিজাইনার তিতির ও সাদমান। হঠাৎ করেই দেখা তাদের। তারপর বেঁধে যায় দ্বন্দ্ব। তাদের ঝগড়া থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এক মিষ্টি প্রেমের গল্প। এমনই এক কাহিনি নিয়ে আসছে ঈদে প্রচার হবে বিশেষ নাটক ‘মন মানে না’।

নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। পরিচালনায় আছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। প্রযোজনায় রয়েছে এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

গল্পের শুরুতে দেখা যাবে, তিতির এসে অবাক হয়ে জানতে পারে একই বিয়েবাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে আরও একটি প্রতিষ্ঠান। প্রতিপক্ষ হিসেবে হাজির হয় সাদমান। তার আচরণ প্রথম থেকেই তিতিরের জন্য অসহ্য! তারা কেউ কাউকে কাজ করার সুযোগ দিতে রাজি নয়।

পরে জানা যায়, হবু দম্পতি মামুন ও দীপা যৌথভাবে আয়োজনটি করছে। খরচ ভাগাভাগির চিন্তায় দুই প্রতিষ্ঠানকে আলাদাভাবে দায়িত্ব দিয়েছে তারা। কিন্তু পেশাদার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া বিরোধ একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে কাজের চেয়ে বড় হয়ে ওঠে আবেগ।

পরিচালক জানান, ‘গল্পের মূল দুটি চরিত্রের শুরুটা শুধুই দ্বন্দ্ব দিয়ে হলেও, ধীরে ধীরে দুই চরিত্রের মধ্যকার সম্পর্ক বদলায়। সেই বদলের মধ্য দিয়েই এগিয়ে যায় গল্প।’

তিনি জানান, ‘মন মানে না’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।