ছাদ বাগান কি ওজোন স্তর সুরক্ষা করতে পারে?

মামুনূর রহমান হৃদয়
মামুনূর রহমান হৃদয় মামুনূর রহমান হৃদয় , ফিচার লেখক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শহরে ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়ছে, ছবি: সংগৃহীত

কংক্রিটের শহরে ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়ছে। নগরবাসী নিজেদের ছাদে সবজি, ফল, ফুল ও নানা ধরনের গাছ লাগাচ্ছেন। একদিকে যেমন তারা তাজা খাদ্য পাচ্ছেন, অন্যদিকে ছাদের তাপমাত্রায়ও ধীরে ধীরে পরিবর্তন আসছে। প্রশ্ন উঠতে পারে, ছাদের বাগানগুলো কি সত্যিই ওজোন স্তর রক্ষায় কোনো ভূমিকা রাখে?

ওজোন স্তর মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। যেখানে ওজোন অণুগুলো সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। যদি ওজোন স্তরের সুরক্ষা না থাকে, তাহলে মানুষের শরীরে চর্মরোগ, চোখের সমস্যা, এমনকি ফসল ও জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। ওজোন ধ্বংসের প্রধান কারণ হচ্ছে মানুষের তৈরি ক্লোরোফ্লুরোকার্বন এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস। তবে পৃথিবীর প্রতিটি গাছপালা বায়ুমণ্ডলকে সুরক্ষিত রাখতে পরোক্ষভাবে অবদান রাখে।

বিশেষ করে যান্ত্রিক শহরে ছাদের বাগানগুলো এ প্রক্রিয়ায় কয়েকভাবে ভূমিকা রাখছে। প্রথমে যদি বলি, গাছ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। কার্বন-ডাই-অক্সাইড কমলে বৈশ্বিক উষ্ণতা কিছুটা হলেও হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি ও গ্লোবাল ওয়ার্মিং ওজোন স্তরকে দুর্বল করে। তাই পরোক্ষভাবে ছাদের বাগান তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।

এরপর ছাদের বাগান শহরের ‘হিট আইল্যান্ড’ প্রভাব কমায়। ঢাকার মতো শহরে কংক্রিট, টিন ও পাকা রাস্তার কারণে অতিরিক্ত তাপ তৈরি হয়, যা পরিবেশকে আরও গরম করে তোলে। গাছপালা এ তাপ কমিয়ে শহরের তাপমাত্রা হ্রাস করে। বায়ুমণ্ডলকেও স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে চলে।

এ ছাড়া ছাদের বাগান বায়ুদূষণ কিছুটা হলেও শোষণ করে। ঢাকা শহরে গাড়ির ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা সব মিলে বায়ুদূষণ ভয়াবহ। এই দূষিত উপাদানের অনেকটাই ওজোন স্তরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গাছের পাতা ও কাণ্ড ধূলা ও ক্ষুদ্র কণিকা আটকে পরিবেশ কিছুটা পরিষ্কার রাখে।

গবেষণা বলছে, সবুজায়ন যদি বড় আকারে বিস্তৃত হয়, তবে তা নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণ যদি দিই, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষণার তথ্যমতে, গ্রিন রুফ বা ছাদ বাগান ওজোন স্তরের সুরক্ষায় অবদান রাখে।

ঢাকায় বর্তমানে শত শত ভবনের ছাদে ছোট-বড় বাগান আছে। এ সংখ্যা যত বাড়বে; ততই একটি সম্মিলিত প্রভাব তৈরি হবে। যদিও একেকটি ছাদের বাগান সরাসরি ওজোন স্তর মেরামত করে না কিন্তু সম্মিলিতভাবে এ ধরনের উদ্যোগ বৈশ্বিক পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।

আজ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস। ওজোন স্তর রক্ষার লড়াই কেবল আন্তর্জাতিক চুক্তি বা বড় শিল্পনীতির ওপর নির্ভর নয়; বরং আপনার আমার প্রতিটি গাছ, প্রতিটি সবুজ উদ্যোগও এতে অবদান রাখছে।

বলা যায়, শুধু সৌন্দর্য বা খাদ্যের জন্য নয়; বরং পরিবেশ সুরক্ষারও অংশীদার ছাদ বাগান। আসুন আমরা সচেতন হই, প্রতিরোধ গড়ে তুলি। নগরবাসীর ছোট ছোট সবুজ পদক্ষেপই পৃথিবীর নীল আকাশ রক্ষার বড় কৌশল হতে পারে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।