ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিটে এসিআইয়ের কৃষিযন্ত্র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

আধুনিক সব মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ইন্দো-বাংলাদেশ এগ্রি-মেকানাইজেশন সামিটে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস। সামিটে এসিআই মটরসের নতুন কৃষিযন্ত্র ফার্টিলাইজার স্প্রেডার, নিউমেটিক সিড প্ল্যান্টার উইথ ফার্টিলাইজার, রোটারি রেক, পটেটো প্ল্যান্টার, পটেটো হারভেস্টার, স্কয়ার বেলার, এসিআই মেইজ চপার এবং এগ্রিকালচার ড্রোন প্রদর্শিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ সামিট শুরু হয়েছে। খাদ্য উৎপাদন বাড়াতে ও বাংলাদেশে কৃষি-যান্ত্রিকীকরণের লক্ষ্যে ট্রাক্টর এবং মেকানাইজেশন সংগঠন আয়োজিত ‘ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিট’ চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী ও কৃষি সেক্টরের গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার মো. হাফিজ উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে কীভাবে কম খরচে ও স্বল্পসময়ে অধিক ফসল উৎপাদন করা সম্ভব তা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, ২০০৭ সালে যাত্রা শুরু করে এবং সফলভাবে বাংলাদেশে আধুনিক কৃষিভিত্তিক যন্ত্রের সমাধান দিয়ে আসছে এসিআই মটরস্। জমির চাষাবাদ, ফসল বপন এবং ফসল কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দির সব সমাধান দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। দেশের মোট ফসলি জমির এক তৃতীয়াংশ চাষাবাদ হচ্ছে সোনালিকা ট্রাক্টর ও এসিআইয়ের পাওয়ার টিলার দিয়ে। ধানের চারা বপন এবং কাটা, মাড়াই, ঝাড়াই এর আধুনিক যন্ত্র জাপানি প্রযুক্তির ইয়ানমার ট্রান্সপ্ল্যান্টার ও ইয়ানমার কম্বাইন হারভেস্টার বাংলাদেশ বাজারে নিয়ে এসে দেশের কৃষিখাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এসিআই।

এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।