বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের টানা অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব নেই গাজীপুরে। বরং প্রথম দিনের তুলনায় অনেকটা ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। এমনকি প্রথমদিনের তুলনায় রাস্তা-ঘাটে বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এখনো অবরোধের সমর্থনে সড়কে কোনো নেতাকর্মীকে রাস্তায় নামতে দেখা যায়নি।
অন্যদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমেছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা চান্দনা চৌরাস্তায় অবস্থান নিচ্ছে।
আরও পড়ুন: পুলিশ লাইনের কাছে ঝুটের কাপড়ে আগুন দিলেন বিএনপি নেতাকর্মীরা
জয়দেবপুর রেলজংসনের স্টেশন মাস্টার রেজাউল করিম জাগো নিউজকে বলেন, অন্যান্য দিনের মতো সকালের ট্রেন সমূহ যথাসময়ে ছেড়ে গেছে। অবরোধের প্রথমদিনেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
সকালে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়ে গিয়ে দেখা গেছে গতকালের তুলনায় আজ যানবাহনের সংখ্যা অনেক বেশি। তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। সড়কে রাজত্ব করছে ইজিবাইক ও ব্যাটারিচালিত যানবাহন। মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি।
অন্যদিকে অবরোধের প্রভাব পড়তে শুরু করেছে গাজীপুরের কাঁচা বাজারে। ভোগড়া বাইপাস মোড়ে কাঁচামালের আড়তে গিয়ে দেখা যায় অন্য দিনের তুলনায় আড়তে কাঁচামাল এসেছে অনেক কম। ব্যবসায়ীরা জানান, উত্তরাঞ্চল থেকে কাঁচামাল পরিবহন করতে যানবাহনের সংকট থাকায় অনেকে মালামাল নিয়ে আসতে পারেনি। তাই সরবরাহ কম।
আরও পড়ুন: যাত্রী সংকটে বাস চলছে কম, সময়মতো ছেড়ে গেছে ট্রেন
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।
মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম