হোজ্জার মজার ঘটনা: ডাহা ভুল
হোজ্জা, নাসির উদ্দীন হোজ্জা কিংবা মোল্লা বিভিন্ন নামে পরিচিত তিনি। তবে তার পুরো নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ী। চীনে তিনি পরিচিত ‘আফান্টি’ নামে। মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা মূলত পরিচিত তার সুক্ষ্ম রসবোধের কারণে। তার সময়ে যেমন জনপ্রিয় ছিলেন এখনো তেমনি আছেন। এখনো তার মজার সব ঘটনা আনন্দ দেয় পাঠককে।
একদিন নাসিরুদ্দিনকে দেখা গেলো তার ক্রন্দনরত ছেলেকে নিয়ে শহরের রাস্তা ধরে যাচ্ছেন। যেতে যেতে নিচুগলায় ছেলের সঙ্গে কথাও বলছিলেন তিনি। কী বলছিলেন তাও শোনা যাচ্ছিল স্পষ্ট। তিনি বলছিলেন, ‘নাসিরুদ্দিন, শান্ত হও, আর একটুখানি পথ।’ ‘নাসিরুদ্দিন মাথা গরম করো না, এই তো বাড়ি এসে গেছি।’ ‘সব ঠিক হয়ে যাবে নাসিরুদ্দিন, সামান্য একটু পথ বাকি।’
এ দৃশ্য দেখে এক বৃদ্ধার খুব ভালো লাগল। নাসিরুদ্দিনের কাছে গিয়ে তিনি বললেন, ‘ছেলের সঙ্গে আপনার আচরণ দেখে আমার খুব ভালো লাগছে।’ এই বলে তিনি বাচ্চাটার থুতনি নেড়ে বললেন, ‘কান্না করো না নাসিরুদ্দিন, সবকিছু ঠিক হয়ে যাবে।’
‘শুনুন, নাসিরুদ্দিন মহিলাটির দিকে চোখ গরম করে বললেন, ‘ডাহা ভুল করছেন আপনি। নাসিরুদ্দিন আমার নাম, আর ওর নাম জামালুদ্দিন।’
লেখা ও ছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/এএসএম