আজকের জোকস: বিশ্বের সবচেয়ে ভিতু স্বামী যারা
বিশ্বের সবচেয়ে ভিতু স্বামী যারা
কাজী: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড মেরিজে তালাকের সংখ্যা কম।
ঘটক: তা-ই তো দেখতাছি হুজুর।
কাজী: কিন্তু কেন, তা বলতে পার?
ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিবো কোন সাহসে?
****
সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: আম্মু বলেছেন, আমি যেদিন পাস করব; সেদিন না কি সূর্য পশ্চিম দিকে উঠবে।
****
কৃপণের কলা কেনা
রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে—
রাজা মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রাজা মিয়া: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রাজা মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!
কেএসকে/জেআইএম