আজকের জোকস: গ্লাস নিয়ে কে কী ভাবছে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ অক্টোবর ২০২২

গ্লাস নিয়ে কে কী ভাবছে?
চার বন্ধু রেস্টুরেন্টে গিয়ে একটি গ্লাস নিয়ে গবেষণা শুরু করলো—
আশাবাদী: গ্লাসটি অর্ধেক পানিতে পূর্ণ।
নৈরাশ্যবাদী: গ্লাসটি অর্ধেক খালি।
কৃপণ: গ্লাসটি যতটুকু হওয়া উচিত ছিল, তার চেয়ে দ্বিগুণ বড়। কী দরকার ছিল এই বাড়তি খরচটুকু করার!
বুদ্ধিমান: গ্লাসটি পানিতে পূর্ণ করে দাও।

****

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত
একটি প্রবল বর্ষণমুখর দিনে পরীক্ষা চলছে। প্রশ্নপত্রে সবাইকে ক্রিকেটের ওপর একটা রচনা লিখতে বলা হলো।
কয়েক মিনিটের মধ্যে এক ছাত্র তার খাতা জমা দিয়ে দিলো। তার রচনা লেখা শেষ।
খাতার ওপর লেখা, ‘বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হলো।’

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

টেলিভিশন ছাড়া সব চুরি
দীননাথ পুলিশের কাছে গিয়ে নালিশ করল—
দীননাথ: স্যার, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সব কিছু চুরি হয়ে গেছে।
পুলিশ: তা চোর মহাশয় সব নিলো কিন্তু টেলিভিশনটা নিলো না কেন?
কাশিনাথ: ওটা আর চুরি করবে কীভাবে বলেন? আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।