আজকের জোকস : ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল
দুই বন্ধুতে কথা হচ্ছে-
প্রথম বন্ধু : তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে অফিসে যাওয়া আমি একেবারেই পছন্দ করি না। এই যেমন সেদিন গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার সময় একজন অসচেতন মহিলাকে দেখলাম।
দ্বিতীয় বন্ধু : কী করছিল সে?
প্রথম বন্ধু : গাড়ি চালাতে চালাতে সে গাড়ির আয়নায় তাকিয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল! কী ভীষণ অসচেতন! তাকে দেখতে গিয়ে আমারও সমস্যা হয়ে গেল!
দ্বিতীয় বন্ধু : কী সমস্যা?
প্রথম বন্ধু : গালে শেভিং ফোম মাখাতে মাখাতে শার্টে মাখিয়ে ফেললাম!

****

বিয়ের আগে সে কী ছিল
বিয়ের কয়েক বছর পর দুই বান্ধবীর দেখা। দু’জনই যার যার স্বামী নিয়ে গল্পে মেতে উঠল।
প্রথম বান্ধবী : আমার স্বামী বিয়ের আগে চাকরি করত। এখন ব্যবসা করছে। ফ্ল্যাট হয়েছে, গাড়িও কিনেছি।
দ্বিতীয় বান্ধবী : আমিও আমার স্বামীকে লাখপতি বানিয়েছি।
প্রথম বান্ধবী : বিয়ের আগে সে কী ছিল?
দ্বিতীয় বান্ধবী : কোটিপতি।

****

সে এখন আমার চাচি
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
প্রথম বন্ধু : কীরে, তোর মন খারাপ?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, জলির সঙ্গে বিয়েটা ভেঙে গেল। আমার তো টাকা-পয়সা নেই, তাই ও বিয়েটা ভেঙে দিল।
প্রথম বন্ধু : কেন, তুই তাকে তোর বড়লোক চাচার কথা বলিসনি?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, বলেছি। তাই তো সে এখন আমার চাচি!

****

ফতুর হতে হয়েছে
এক বন্ধু আরেক বন্ধুর বাসায় বেড়াতে এসে দেখলেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।
অতিথি : কী ব্যাপার, তোমার স্ত্রী কাঁদছে মনে হয়?
বন্ধু : হ্যাঁ।
অতিথি : কেন?
বন্ধু : জানতে চাইনি।
অতিথি : কেন?
বন্ধু : আগে যতবার কান্নার কারণ জানতে চেয়েছি, ততবার আমাকে ফতুর হতে হয়েছে!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।