মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের খাতাচিড়া গ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ও শাপলেজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার জানিয়েছেন, উত্তর খেতাচিড়া গ্রামের দিনমজুরের মেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একই গ্রামের জাহাঙ্গীর চাপরাশির বাড়ি থেকে নিজ বাড়ি আসছিলেন। পথিমধ্যে খেতাচিড়া সরকারি পুকুরের কাছে আসলে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে লাশ মাঠে ফেলে রাখে। এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সৈয়দ (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
হাসান মামুন/এসএস/পিআর