সরকার ইউপি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি


প্রকাশিত: ০৭:৪১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আমরা এই নির্বাচনে যেতে চাই। কিন্তু সরকার এখনো সে রকম পরিবশে সৃষ্টি করতে পারেনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত` বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আর বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তাদের একচোখা নীতিতে আমরা সন্দিহান তাই তাদেরকে বদলাতে হবে।

নোমান বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় না। আমরা বিশ্বাস করি বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট। নির্বাচনের নামে দেশে একের পর এক প্রহসন চলছে।    

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রসঙ্গে তিনি বলেন, এই মামলা খালেদার বিরুদ্ধে নয়, সত্যের আদর্শে যারা রাজনীতি করেন তাদের বিরুদ্ধে। গণতন্ত্রের যৌক্তিক আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার অপচেষ্টায় এই মামলা। আমরা বিশ্বাস করি এই মামলায় খালেদা জিয়া বিজয়ী হবে, পক্ষান্তরে সরকার পরাজিত হবে।  

নোমান বলেন, সরকার বিএনপিকে কাউন্সিলের সুযোগ দিতে চায় না। তারা এখনো কাউন্সিল করার জন্য সুনির্দিষ্ট জায়গা দেয়নি। ৪৮ ঘণ্টা সময় পেলে আমরা কাউন্সিল সফল করবোই। আমাদের কাউন্সিল স্বার্থক হবেই।

দেশের সর্বনাশকারী এই সরকারের পতন তুমুল গণ-আন্দোলনের মাধ্যমেই ত্বরান্বিত হবে বলেও হুশিয়ারি দেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।