নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পলাশ উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও দুইটি কাটাল উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ মিয়া (২২) পলাশের বালুরচর পাড়া গ্রামের মধু মিয়ার ছেলে।
 
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল তালতলি এলাকার দিকে যাওয়ার সময় এলাকার স্থানীয় পাহারাদারদের নজরে পড়ে। পরিচয় জিজ্ঞেস করলে তারা পাহারাদারদের অস্ত্রের হুমকি দেয়। পরে গ্রামের লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ইউসুফ মিয়া নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে সকালে পুলিশ আহতবস্থায় ইউসুফ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।    

সঞ্জিত সাহা/এফএ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।