আর্থসামাজিক উন্নয়নে দেশব্যাপী পরিকল্পনা গ্রহণ : পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দেশব্যাপী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আলোকে গৃহীত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে সিরাজগঞ্জে ৪০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

জাতীয় সংসদে মঙ্গলবার সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমামের প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এসব প্রকল্পের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ, নদী ভাঙন প্রতিরোধ, উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সড়ক নির্মাণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, দারিদ্র্য বিমোচন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

নওগাঁ-৬ আসনের মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৫৩টি মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নসহ ১ হাজার ২১৫টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পসমূহের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৯৯৭ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৬২ হাজার ৫০০ কোটি টাকা, প্রকল্প সাহায্য ৩৪ হাজার ৫০০ কোটি টাকা ও নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৯৯৭ কোটি টাকা।

মন্ত্রী বলেন, জুলাই ২০১৫ হতে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ৬ মাসের এডিপি বাস্তবায়ন অগ্রগতি ২৩ হাজার ৭৭৭ কোটি টাকা যা মোট বরাদ্দের শতকরা ২৪ ভাগ।

এর মধ্যে জিওবি খাতে ১ হাজার ৫৮০ কোটি টাকা, প্রকল্প সাহায্য খাতে ৬ হাজার ৯৬৯ কোটি টাকা এবং নিজস্ব অর্থায়ন খাতে ১ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে মন্ত্রী জানান।

তিনি বলেন,এডিপির বিপরীতে বরাদ্দকৃত অর্থসমূহ দেশের সকল এলাকায় সুষ্ঠুভাবে সঞ্চালিত ও ব্যয় করার লক্ষ্যে পরিকল্পনা কমিশন এডিপি প্রণয়ন নীতিমালা জারি করা হয়। এ নীতিমালায় বাংলাদেশের সুষম উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবং এলাকাভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে এডিপিতে গৃহীত গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের বরাদ্দ প্রদান নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।