মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার ঘটনায় আইএফজের উদ্বেগ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট। সাংবাদিকদের অান্তর্জাতিক এই সংগঠন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহফুজ আনামের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে মামলা দায়ের করা হচ্ছে; এর মাধ্যমে বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা ও স্বাধীনতা হরণের চেষ্টা করা হচ্ছে।

সেখানে আরো বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মাহফুজ আনাম তার ডেইলি স্টার পত্রিকায় গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করেছিলেন। সম্প্রতি তিনি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে স্বীকার করেছেন যে, ‘যাচাই না করে প্রতিবেদন প্রকাশ করা তার উচিত হয়নি।’ এরপরই সব মিলিয়ে এখন পর্যন্ত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৪০টি মামলা হয়েছে।

এদিকে, মঙ্গলবার মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

দেশে রাজনৈতিক সংকটের সময় জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের জেরে মাহফুজ আনামকে হয়রানি করা হচ্ছে বলে বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইএফজে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব মামলা করা হচ্ছে উল্লেখ করে  বিজ্ঞপ্তিতে এর নিন্দা জানানো হয়েছে। এছাড়া ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।