৩৬ ঘণ্টায়ও খোঁজ মেলেনি অপহৃত মার্কিন নাগরিকের
রাজধানীর মহাখালী এলাকা থেকে মফিজুল ইসলাম (৫০) নামে বাংলাদেশি বংশোদ্ভুত এক মার্কিন নাগরিক অপহরণের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার খোঁজ মেলেনি। এ ঘটনায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে মতিঝিল থেকে বারিধারা যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে অপহৃত হন তিনি। কাফরুল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন জাগো নিউজকে জানান, বাংলাদেশি বংশোদ্ভুত এক মার্কিন নাগরিক অপহরণের ঘটনায় বুধবার তার গাড়িচালক ইমরান আলী বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেছেন। অপহৃতকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন মফিজুল ইসলাম। গত ২২ জানুয়ারি তিনি দেশে আসেন। এখানে তিনি বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন।
গত মঙ্গলবার ব্যবসায়িক কাজে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে মতিঝিলে যান। বিকেলে সেখান থেকে বারিধারার বাসায় ফিরছিলেন। পথে মহাখালী উড়ালসড়কে উঠার সময় একটি সাদা রঙের মাইক্রোবাস তার প্রাইভেটকারের পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই গাড়িচালক ইমরান আলী কাফরুল থানায় একটি জিডি করেন।
জেইউ/এমজেড/আরআইপি