কাউন্সিল এড়িয়ে যাবার জন্যই সরকারকে দোষারোপ


প্রকাশিত: ০৬:৫২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির কাউন্সিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দলের কাউন্সিল এড়িয়ে যাবার জন্যই খালেদা জিয়া সরকারকে দোষারোপ করছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ছাত্রফ্রন্ট গঠন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান বলেন, আসলে খালেদা জিয়া সংশয়ের মধ্যে আছেন। কাউন্সিল হলে যদি তার বিদ্রোহী কর্মীরা আন্দোলন শুরু করে দেন, সেই ভয়ে আছেন তিনি।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভূল যখন স্বীকার করেছেন এবার দায় স্বীকার করে পদত্যাগ করুন। আমাদের দেশে তথ্য যাচাই বাছাই না করেই অনেক সময় সংবাদ প্রকাশ করা হয়। আর সেটি যখন ভুল প্রমাণিত হলে মামলা করা হয় তখন নানা কথা উঠে।

সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তার পাশাপাশি যেন কোনো ব্যক্তির মানহানি না হয় সেদিকেও সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ছাত্রফ্রন্ট গঠন অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবোজ্জ্বল। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি আদর্শের জায়গা থেকে সরে গেছে। আজকে যে ছাত্রফ্রন্টের শুভ সূচনা হতে যাচ্ছে, আশা করবো তারা লেজুড়বৃত্তির রাজনীতি পরিহার করে আদর্শের পথে থাকবে।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মাওলানা মোহম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন অধ্যাপক আখতারুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।