টাইগারদের নতুন স্পন্সর ‘ফ্রেশ’


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে মাশরাফি-সাকিবদের স্পন্সর হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ফ্রেশ’। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের যুবা টাইগারদেরও স্পন্সর ছিল ‘ফ্রেশ’। এর আগে বাংলাদেশ দলের স্পন্সর ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে স্পন্সরের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় সোয়া আট কোটি টাকায় বিসিবির সঙ্গে মেঘনা গ্রুপ চুক্তি করেছে বলে জানা গেছে।

কিছুদিন আগেই টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের বাংলাদেশ মহিলা দলের স্পন্সর হয়েছিল ‘কিউট’।  

উল্লেখ্য, আগামী ৯ মার্চ ভারতের ধর্মশালায় বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন।

আরটি/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।