নতুন বিজ্ঞাপনে কারার মাহমুদ
তরুণ তুর্কী কারার মাহমুদ। সম্প্রতি নতুন একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। পণ্যটির নাম টিইএল প্লাস্টিক। এতে কারারের সঙ্গে দেখা যাবে মডেল স্নেহা আয়শাকে। ডিওপি প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। 
বিজ্ঞাপনটি প্রসঙ্গে কারার বলেন, ‘বিজ্ঞাপনটিতে একটি নব দম্পত্তির সাংসারিক ঝুঁট ঝামেলার পাশাপাশি রোমান্স দেখানো হয়েছে। কাজটি করে বেশ তৃপ্তি পেয়েছি। আশা করি এটি প্রচারে আসলে দর্শদের কাছেও ভালো লাগবে।’
নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জানালেন, গেল সপ্তাহে রাজধানীর বনানী এবং উত্তরার বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনের চিত্রায়ন শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। নির্মাতা আশা প্রকাশ করে আরো বলেন আগামী মাসেই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।
এদিকে জনপ্রিয় সংগীত তারকা তাহসান খানের একটি গানের মডেল হয়েছেন জনপ্রিয় মডেল কারার মাহমুদ। হাসান রাহীর কথা, সুর ও সংগীতে তাহসানের জনপ্রিয় গান ‘ভালোবাসার ব্যবচ্ছেদ’র ভিডিওটি নির্মাণ করেছে ‘ডিজি সুগার’ নামের নির্মাতা প্রতিষ্ঠান।
এই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ একেবারে শেষ পর্যায়ে। কক্সবাজার ও পানামা সিটির বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারন হয়েছে।
মিউজিক ভিডিওটিতে এখন সম্পাদনার কাজ করা হচ্ছে। খুব শিগগির এটা প্রকাশ পাবে বলে জানালেন কারার মাহমুদ।
এনই/এলএ/এবিএস