ঢাবির জহুরুল হক হলে ‘চুন্নু স্মৃতি স্মারক’ উদ্বোধন


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম চুন্নুর স্মরণে হল প্রাঙ্গণে নির্মিত স্মৃতি স্মারক উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

বুধবার সকালে শহীদ চুন্নু স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় নির্মিত স্মৃতি স্মারকটির উদ্বোধন করা হয়। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ও শহীদ শহীদুল ইসলাম (চুন্নু) স্মৃতি স্মারক নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও শহীদ চুন্নু স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। ম্যুরালটিন নকশা করেন কামরুল হাসান সিপন।    

উল্লেখ্য, নব্বইয়ের ২৫ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম (চুন্নু) শহীদ হন।

এমএইচ/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।