চট্টগ্রামে অবৈধভাবে সিগারেট আমদানির ঘটনায় আটক ৪


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে সিগারেট আমদানির ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন; কন্টেইনার বহনকারী হোয়াচিমিন জাহাজের স্থানীয় এজেন্ট সাকি শিপিংলাইনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শওকত আফসার, ম্যানেজার মো. শফিক, কর্মচারী নাসির ও ইমরান।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, সন্দেহজনক ভাবে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  এছাড়া আমদানিকারক প্রতিষ্ঠান এফআরসি নিট কম্পোজিট গার্মেন্টসের কর্মকার্তাদের আটকের চেষ্টা চলছে। তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।
 
তিনি আরো জানান, দুবাইয়ের জাবল আলী পোর্টে হোয়াচিমিন জাহাজে বোঝাই করা হয় কন্টেইনারটি। মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে জাহাজটি ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। বন্দরে কন্টেইনারটি সিসিটি ইয়ার্ডে রাখা হয়।
 
পরে গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি আটক করা হয়। এতে ৪৭০ কার্টন বেনসন সিগারেট পাওয়া যায়। কন্টেইনারে মোট ৪৭ লাখ পিস সিগারেট পাওয়া গেছে।  যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা।

জীবন মুছা/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।