মহাখালীর ব্র্যাক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার সন্ধ্যায় ভবনের ৫ম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ঢাকা মহানগরের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৫ তলার একটি মিনি সার্ভার রুমে কেবল আগুন লেগেছিল অন্যত্র ছড়াতে পারেনি। ওই রুমের ল্যাপটপ, ডেস্কটপ এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্য কোনো হতাহতের খবর নেই বলেও জানান তিনি।

এআর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।