পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর অাত্মহত্যা (ভিডিও)


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি তার পরিবারের ১৪ সদস্যকে হত্যা করেছেন। পরে ওই ব্যক্তিও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোররাতে রাজ্যের থানে জেলা কাসরওয়াদাভালি গ্রামে এ ঘটনা ঘটেছে।

সন্দেহভাজন হত্যাকারীর নাম হাসান আনোয়ার ওয়াড়েকর (৩৫)। হত্যাকাণ্ডের শিকার ১৪ জনই ওই ব্যক্তির আত্মীয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও একজন পুরুষ রয়েছেন। নারীদের মধ্যে হাসানের স্ত্রীও রয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ঘাতককে দড়িতে ঝুলন্ত অবস্থায় হাতে ছুরিসহ উদ্ধার করেছে পুলিশ।

থানে পুলিশের যুগ্ম-কমিশনার আশুতোষ ডুমরে টাইমস অব ইন্ডিয়াকে জানান, পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।



এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।