কন্যায় অর্থ মিলবে, মকরে চাকরির সন্ধান


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৪ মার্চ ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : যৌথ উদ্যোগে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্তদের আর্থিক দিক ভালো যাবে। গোপন কোনো বিষয়ে চুক্তি হতে পারে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা কেটে যাবে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : শরীর কম ভালো থাকবে। গুরুত্বপূর্ণ কাজে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। ভালোবাসা আর মমতা দিয়ে সম্পর্কটিকে চাঙ্গা করে তুলুন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সাফল্য ও সুনাম বাড়বে।

মিথুন (২২ মে-২১ জুন) : সৃজনশীল কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। আপনার সাফল্যে সহকর্মীদের কেউ নেতিবাচক মন্তব্য করতে পারে। কান কথায় পাত্তা না দিয়ে ক্রমাগত এগিয়ে চলুন দৈনন্দিন কর্মছক অনুসরণ করে। নববিবাহিতদের কোলে সন্তানের আগমন হতে পারে। কারো সঙ্গে চুক্তি হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই) : পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। গৃহে অতিথি আসতে পারে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা যেতে পারে। সন্তানসম্ভবা কারো ক্ষেত্রে শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পেটের পীড়া ও মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। সাহসী কোনো পদক্ষেপের জন্য আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : পাওনা অর্থ পেতে পারেন। হাতে নগদ প্রবাহ বাড়বে। কোথাও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। যোগাযোগমূলক কাজে নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন। গৃহে অতিথি আসতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : ভাগ্যোন্নয়নের চেষ্টায় সাফল্য পেতে পারেন। নতুন কোনো কাজে হাত দেওয়ার সুযোগ পেতে পারেন। পাওনা অর্থ আদায়ে তাগাদা দিন। কেউ আপনার কথায় মনোকষ্ট পেতে পারে। স্থানকালপাত্র ভেদে কথা বলুন। গুণী কারো সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক চাপ ও ব্যয় বাড়বে। নিজ ভুলে আর্থিকভাবে লোকসান হতে পারে। অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন। কারো সঙ্গে বাকবিতন্ডায় জড়ানো ঠিক হবে না। বিতর্ক জড়ানো ঠিক হবে না। পাওনা অর্থ হাতে পাবেন। প্রতিপক্ষকে যুক্তি ও অভিজ্ঞতার আলোকে বোঝানোর সুযোগ পাবেন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : বড় ভাই বোনের সঙ্গে দেখা হতে পারে। তাদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সাময়িক জটিলতার অবসান হবে। কোনো কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক কাজে ভ্রমণ হতে পারে। হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। রোগযন্ত্রণা লুকানোর বিষয় নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : বেকারদের কেউবা নতুন চাকরির সন্ধান পাবেন। চাকরিসংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। কারো ওপর নতুন দায়দায়িত্ব বর্তাতে পারে। বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে কম ভালো যেতে পারে। শুভকাজে ব্যয় বাড়তে পারে। ব্যবসায়িক লেনদেনে সাবধানতা অবলম্বন করুন। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেতে পারেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা ফলপ্রসু হতে পারে। আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। তীর্থ ভ্রমণ হতে পারে। পেশাগত কাজের চাপ বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বিশেষ কোনো প্রত্যাশা পূরণে অভিজ্ঞ কারো সহযোগিতা পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দাম্পত্য সুখ বজায় থাকবে। গোপন কোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। প্রবাসসংক্রান্ত কাজে বিলম্ব হতে পারে। কর্মক্ষেত্র ভালো যাবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।