প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে কাতারের প্রতিনিধিদলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৪ মার্চ ২০১৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি`র সঙ্গে বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত পাসপোর্ট ও প্রবাসী বিষয়ক দফতরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার মোহাম্মদ আহমেদ এম আল আতিক আল দোশারীর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দু’দেশের মধ্যে কর্মী প্রেরণ এবং যৌথ কমিটির সভার বিষয়ে আলোচনা হয়।

সভায় কাতারে নার্স, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইটি কর্মী, সেলসম্যানসহ বিভিন্ন খাতে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে এসব সেক্টরে দক্ষ মহিলা কর্মী এবং গৃহকর্মী নেয়ার বিষয়ে ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

কাতার সরকার গৃহকর্মীদের বেতন মাসিক ৯০০ রিয়াল থেকে বৃদ্ধি করে মাসিক ন্যূনতম ১২০০ রিয়াল করতে সম্মত হয়। কাতারে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, সুযোগ সুবিধা বৃদ্ধি, দেশে যোগাযোগ এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও উভয়পক্ষ সম্মত হয়। কর্মী অভিবাসন বৃদ্ধি এবং সহজীকরণ নিশ্চিত করার লক্ষ্যে দু’দেশের মধ্যে একটি হটলাইন চালুর বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ এবং কাতারের জাতীয় উন্নয়ন পরিকল্পনা ভিশন ২০৩০ এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাংলাদেশ থেকে অধিক কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার। কাতারে বাংলাদেশ থেকে ২০১৫ সালে ১ লাখ ২৩ হাজার ৯৬৫ জন কর্মী গমন করেছে। কাতার সরকার এখন থেকে এর চেয়ে অধিকসংখ্যক কর্মী নেবে।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার উপস্থিত ছিলেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।