আইডিবি বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেলো বিনা


প্রকাশিত: ০৪:২১ এএম, ০৪ মার্চ ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে (বিনা) ‘মোস্ট নোটেড রিসার্চ ইনস্টিটিউশন্স ইন আইডিবি লিস্ট ডেভেলপড মেম্বার কান্ট্রিস’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

চলতি বছরের ১৫ ও ১৬ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আইডিবি’র ৪১তম পরিচালনা পর্ষদের সভায় এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার গ্রহণের জন্য বিনা’র মহাপরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছে। সার্টিফিকেট, ট্রফি ও নগদ এক লাখ ডলার পুরস্কার প্রদান করা হবে বলে আইডিবি সূত্রে জানা গেছে।

১৯৭২ সালের ১ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় পরমাণু গবেষণা কেন্দ্র নামে বিনা’র যাত্রা শুরু হয়। এ পর্যন্ত বিনা ১২টি ফসলের ৮৩টি উন্নত জাত, ৯টি জীবাণু সার ও অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর কয়েকটি জাত লবণ, খরা ও বন্যা সহনশীল হিসেবে পরিবর্তিত জলবায়ুর মোকাবিলায় ভাল ফলন দিতে সক্ষম। বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি দেশের খাদ্য নিরাপত্তায় অসামান্য অবদান রাখছে। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রণালয়ের দিকনির্দেশনামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।