যুদ্ধাপরাধ বিচার নিয়ে ‘ভাব নেয়া’ ভুল : অ্যাটর্নি জেনারেল


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

অনেক ব্যাক্তি ও সংস্থা যুদ্ধাপরাধের বিচারকে এগিয়ে নেয়ার ‘ভাব নিচ্ছেন’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, তাদের এই ধারণা ‘ভুল’, শেখ হাসিনার ‘দৃঢ়তা না থাকলে’ এই বিচার হতো না। মঙ্গলবার মীর কাসেমের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ রায়কে নিয়ে সরকারের দুইজন মন্ত্রী সংশয় প্রকাশ করেছিলেন। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে পুনঃশুনানিরও দাবি তোলেছিলেন তারা। আজ আদালত ওই দুই মন্ত্রীকে তাদের বক্তব্যের ব্যাখ্যা দেয়ার জন্য আদালতে তলব করেছেন।

‘দুই মন্ত্রীর বক্তব্যের পর সরকার ও বিচার বিভাগের মধ্যে কোন বিরোধ দেখা দিচ্ছে কি না’ এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, “প্রধানমন্ত্রী প্রথমেই বলে দিয়েছেন, এটা (দুই মন্ত্রীর কথা) সরকারের বক্তব্য নয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, “বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি এমন একটা ভাব দেখাচ্ছেন, যুদ্ধাপরাধীদের বিচার তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু তাদের এই ধারণা ভ্রান্ত। যুদ্ধাপরাধের বিচার এগিয়ে চলেছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণেই।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার কোনদিনই শুরু হত না, যদি এই সরকার ক্ষমতায় না আসত, শেখ হাসিনা যদি এই ব্যাপারে দৃঢ় মনোভাব না নিতেন তাহলে এই বিচার কখনো সম্ভব হতো না।”

মাহবুবে আলম বলেন,  ‘কাজেই নির্বাহী বিভাগে যদি উপযুক্ত লোক না থাকে, এই রকম নেতৃত্ব না থাকে, তাহলে অনেক অন্যায়ের বিচার হয় না।”

যুদ্ধাপরাধের বিচারের জন্য সংসদে আইন পাস এবং তার আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই বিচারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সর্বোপরি প্রধানমন্ত্রীর দৃঢ় মনোভাব, তিনি এই ব্যাপারে এগোচ্ছেন, সেটা না হলে এই বিচার হত না।

অ্যার্টনি জেনারেল বলেন, ‘যারা নানা রকম মিটিং করেন, আদালত সম্পর্কে নানা রকম বক্তব্য রাখেন, তাদের সব সময় মনে রাখা উচিত রাজনৈতিক সিদ্ধান্তে এই বিচার হচ্ছে।”

এফএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।