পাখি হয়ে তালুবন্দি করলেন যে ক্যাচ (ভিডিও)


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১০ মার্চ ২০১৬

আয়ারল্যান্ডের অপর নাম জায়ান্ট কিলার। বিশ্বকাপগুলোতে বড় বড় দলকে হারিয়ে চমকে দেয়া ছিল তাদের নিয়মিত কাজ। তবে এবার  নিজেদের বিশ্বকাপ অভিষেকেই আয়ারল্যান্ডকে চমকে দিল ওমান। আইরিশদের করা ৫ উইকেটে ১৫৪ রানের চ্যালেঞ্জ তারা টপকে গেলো ৮ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই।

তবে ম্যাচে যতটা না চমক ছিল তার চেয়ে বেশি চমক ছিল একটি ক্যাচে। আর সেই এখনই বলা হচ্ছে `ক্যাচ অব দ্যা টুর্নামেন্ট` ক্রিকেটার জিশান মাকসুদ বা দিকে ডাইভ দিয়ে উড়ন্ত অবস্থায় ক্যাচ না দেখলে বিশ্বাসই করা যায় না। দেখে নিন ঝলক-


একই ম্যাচেই আরও একটি ক্যাচ, যা তালু বন্দি হলে অবিশ্বাস্য কিছু হতে পারত। বাউন্ডারি লাইন থেকে পাখির মতন উড়ে ছয় বাঁচালেন আয়ারল্যান্ডের গ্রে উইলসন। ম্যাচ হারলেও, ফিল্ডিংয়ে মন জিতে নেয় যে প্রচেষ্টা, দেখুন-


এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।