ম্যানসিটি ছাড়ছেন আগুয়েরো


প্রকাশিত: ০৩:২৩ এএম, ১১ মার্চ ২০১৬

বিশ্বের কিংবদন্তি খেলোয়াড় উঠে এসেছে বিভিন্ন ক্লাব থেকে। তারকা হওয়ার পর অনেকে খোঁজ নেন না সে সব ক্লাবের। সার্জিও আগুয়েরো এ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের কাছের শহর আভেলানেদার নামি ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। ৯ বছর বয়সে এই ক্লাবে যোগ দিয়েছিলেন আগুয়েরো। ১৫ বছর বয়সে আর্জেন্টিনার লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক তার। ইন্দিপেন্দিয়েন্তে ক্লাবের প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্যই ২০১৮ ফুটবল বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৯ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানসিটির সাথে চুক্তি রয়েছে আগুয়েরোর। ক্লাবটি এ চুক্তির মেয়াদ আরও বাড়াতে আগ্রহী। তবে এমন প্রস্তাবে কান দেননি এই তারকা ফুটবলার।

আগুয়েরো বলেছেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় ফিরে যাব। যোগ দেব ইন্দিপেন্দিয়েন্তেতে। গত কয়েক মাসে নতুন চুক্তি নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আমি তাতে কান দেইনি।

উল্লেখ্য ২০১১ সালে ম্যানসিটিতে যোগ দেন আগুয়েরো। ২০১৪ সালে আরো ৫ বছরের চুক্তিতে সই করেন।

আরএ/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।