আসুসের এলইডি প্রোজেক্টর নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১২ মার্চ ২০১৬

আসুসের মিনি পোর্টেবল প্রোজেক্টর এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে। এতে রয়েছে সর্বোচ্চ লাইট সোর্স লাইফ।  

বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের এই এলইডি প্রোজেক্টরটি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। ৩০,০০০ ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ লাইট সোর্স লাইফ নিয়ে বানানো হয়েছে আসুসের এই প্রোজেক্টরটি।

এটি ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, ধূলা প্রতিরোধক। এতে রয়েছে বিল্ট-ইন ব্যাটারি; যা ৩ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

আসুসের প্রোজেক্টরগুলোর ওজন কম হওয়ার ফলে এগুলো সহজে বহনযোগ্য। প্রতিটি প্রোজেক্টরে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে দুই বছর এবং ব্যাটারির জন্য এক বছর।

আরএম/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।