আফগানদের সামনে ২০৯ রানের পাহাড় গড়লো প্রোটিয়ারা
এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে ক্রিকেটের নব শক্তি আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রানের বড় সংগ্রহ পায় ডু প্লেসিসের দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের বিশাল সংগ্রহ করেও হেরেছিল প্রোটিয়ারা।
রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২৫ রানে হাশিম আমলাকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন শাপুর জাদরান। এরপর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে দলের হাল ধরেন কুইন্টন ডি কক।
দ্বিতীয় উইকেট জুটিতে ৬৫ রান দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান এ দুই ব্যাটসম্যান। দলীয় ৯০ রানে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন অধিনায়ক ডু প্লেসিস। তবে এর আগে ২৭ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ রান করেন তিনি। ডি কক করেন ৪৫ রান। ৩১ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।
এর পর জেপি ডুমিনিকে নিয়ে ব্যাটিং ঝড় তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন এবি ডি ভিলিয়ার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন এ ব্যাটিং দানব। মাত্র ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে এ রান সংগ্রহ করেন তিনি। তার আগে ২৪ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরির মাইলফলক। ডুমিনি ২০ বলে ২৯ রান করেন। এছাড়া শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মিলার করেন ৮ বলে ১৯ রান। আফগানিস্তানের পক্ষে দৌলত জরদান, মোহাম্মদ নবি, শাপুর জরদান ও আমির হামজা ১টি উইকেট নেন।
আরটি/আইএইচএস/আরআইপি