রাজধানীতে তিন ফার্মাকে ১১ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ মার্চ ২০১৬

রাজধানীর শাহবাগের হাতিরপুল এলাকায় হেইল অ্যান্ড হার্টি মেডিকেল লিমিটেডসহ ৩টি কারখানায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ জব্দ ও ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পযর্ন্ত র‌্যাব-২ এর সহকারি পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, হার্টি মেডিকেল লিমিটেডের কর্মচারী শ্রীঃ গৌতম কৃষ্ণ ঘোঁষ (৪৯), মো. আতিকুর রহমান (৪৯), মিতুবসাক (৩২), বিকাশ কান্তি বান্দা(৪০), মিক্স মেডিকেলের মো. আব্দুল মান্নান (৪৩), মো. আরাফাত হোসেন, মো. মতিন রহমান (২৭) এবং ডক্টরস ফার্মার কর্মচারী সুশান্ত কুমার চৌধুরী(৪০), কামরুল ইসলাম (৪০), মো. বাবুল (৩৩), কায়সার আলম (৩২)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি সৈকত কুমার কর, নাঈম গোলজার এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. সেকেন্দার মাহমুদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, রাজধানীর শাহবাগ থানাধীন হাতিরপুল এলাকায় হেইল অ্যান্ড হার্টি মেডিসিন লিমিটেড ও মিক্স মেডিকেল এবং ডক্টর্স ফার্মাতে অভিযান চালিয়ে দেখা যায়, ঔষধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স ব্যতীত কোম্পানী পরিচালনা করা; লাইসেন্স ব্যতীত ৮ ধরনের ঔষধ আমদানী ও বিক্রয়ের জন্য মজুদ রাখা; প্রশিক্ষণপ্রাপ্ত কোন ফার্মাসিষ্ট না রেখে অদক্ষ লোক দ্বারা ঔষধ বিক্রয় করা;  উৎপাদনের লাইসেন্স ব্যতীত রি-প্যাকিং করাসহ ইত্যাদি অপরাধে মোট ১১ জনকে আটক করা হয়। অভিযানকালে ১৫ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ জব্দ করে করা হয়।

পরে দোষ স্বীকারের ভিত্তিতে আদালত তাদেরকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ ও ২৭ ধারা মোতাবেক মিক্স মেডিকেলকে ৪ লাখ, ডক্টরস ফার্মাকে ২ লাখ এবং হেইল অ্যান্ড হার্টি মেডিকেল লিমিটেডের ৪ জনকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

জেইউ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।