পিরোজপুরে ব্যালট বাক্স ছিনতাই : গুলিবিদ্ধ ২


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২২ মার্চ ২০১৬

পিরোজপুর জেলার সাতটি উপজেলার ৪০টি ইউনিয়নে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও মঠবাড়িয়া ও কাউখালী উপজেলায় বেশ কয়েকটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতায়ের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে এতে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহতরা হলেন, সাবেক বন কর্মকর্তা মতিউর রহমান ও মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মঠবাড়িয়া উপজেলার ১১নং বড়মাছুয়া ইউনিয়নের ৬নং বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন ৪০/৫০ জন কর্মী নিয়ে ব্যালট পেপার নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্ঠি হয়। এ সময় পুলিশ ১৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে একই উপজেলার ২নং ধানীসফা ইউনিয়নে হাজীবাড়ির এবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে রক্ষিত বেষ্টনীর মধ্যে নৌকা ও ধানের শীষ চেয়ারম্যান প্রার্থীদের বাকবিতণ্ডা শুরু হলে প্রিজাইডিং অফিসার মঞ্জু মিয়ার নির্দেশে পুলিশ ৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে মতিউর রহমান নামে সাবেক বন কর্মকর্তা আহত হলে তাকে গুরতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামও আহত হন।

এছাড়া একই ইউনিয়নের সরোজনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকসহ সবার সামনে নৌকার এজন্টরা সাধারণ ভোটারদেরকে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করে।

এদিকে মঠবাড়িয়া টিকিকাটা ইউনিয়নে ছোট সিংগা কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকরা ৩০০টি ব্যালট পেপার ছিনতাই করলে পুলিশ পরে আংশিক ব্যালট পেপার উদ্ধার করে বলে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার মহিববুল্লাহ জানান।

এছাড়াও কাউখালী উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়নে পূর্ব হোগলাবেতকা, দক্ষিণ বেতকা ও মেঘপালসহ চারটি কেন্দ্রে অবাঞ্চিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে ভোটগ্রহণ স্থগিত করেছেন ওই কেন্দ্রর প্রিজাইডিং অফিসার জুলহাস কবির।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আরও জানান, দক্ষিণ শিয়ালকাঠী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত জনতাকে প্রসমিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করতে বাধ্য হয়।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।