বিশ্বকাপ জয়ের যোগ্য ভারত: শেবাগ


প্রকাশিত: ১১:৩০ এএম, ২২ মার্চ ২০১৬

টে-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের নৈপূণ্য দেখাতে পারেনি ভারত। প্রথম ম্যাচে কিউইদের কাছে পরাজয়ের লজ্জার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় ধোনিরা। বাকী দুই ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ভারতকে।

তবে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হারলেও এবারের বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মনে করছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বীরেন্দর শেবাগ।

ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকেই ফেভারিট হিসেবে বেছে নিয়েছিলাম। এখনও মনে করি বিশ্বকাপ যেভাবে এগোচ্ছে তাতে ভারতের ৯৯ শতাংশ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। কারণ বিশ্বকাপ জেতার জন্য যোগ্য দল হচ্ছে ভারতই।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১১ ওয়ানডে বিশ্বকাপের প্রতিচ্ছবি হতে চলেছে উল্লেখ করে তিনি বলেন, ওই বিশ্বকাপে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও পরে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে ভারতই। এবারও তেমন কিছু ঘটবে বলে দাবি করেন শেবাগ।

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।