চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৯
চীনের উত্তরাঞ্চলে কয়লা খনি দুর্ঘটনায় কমপেক্ষ ১৯ জন নিহত হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া নিউজ অ্যাজেন্সি বলছে, শানজি প্রদেশের শোওজহও শহরের একটি কয়লা খনির ভূগর্ভস্থ প্ল্যাটফর্মে ওই দুর্ঘটনা ঘটেছে। কয়লা খনিটি শানজি দাতং মাইন গ্রুপের মালিকানাধীন ছিল। খনিতে ১২৯ শ্রমিক কাজ করছিলেন, দুর্ঘটনার সময় ১১০ জন নিরাপদের বেরিয়ে আসতে সক্ষম হয়।
তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এর আগে চলতি মাসের শুরুর দিকে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে কয়লা খনির গ্যাস পাইপে ছিদ্র হলে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। ২০১৪ সালে চীনে খনি দুর্ঘটনায় ৯৩০ জন ও ২০০২ সালে ৭ হাজার মানুষ নিহত হয়।
এসআইএস/আরআইপি