নওগাঁয় স্বামী-স্ত্রীর আত্মহত্যা
নওগাঁর মান্দায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে শফিকুল ইসলাম ও তার স্ত্রী বিলকিছ বিবি আত্মহত্যা করেছে। শফিকুল ইসলাম উপজেলার বাড়িল্যা গ্রামে লফির উদ্দিনের ছেলে এবং একই গ্রামের সাইদুর রহমানের মেয়ে বিলকিছ। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম প্রেম করে দেড় বছর আগে একই গ্রামে বিলকিছকে বিয়ে করে। বাবা-মায়ের অমতে বিয়ে করায় প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো তাদের সংসারে। একই বিষয় নিয়ে বেলা ১১টার দিকে বাবা লফির উদ্দিনের সঙ্গে শফিকুলের ঝগড়া বাধে। এক পর্যায়ে অভিমান করে স্বামী-স্ত্রী বিষাক্ত ট্যাবলেট সেবন করে।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্বাস আলী/এআরএ/পিআর