বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা।
জাতীয় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্রের পক্ষ থেকে শনিবার সকাল ১১টায় এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, নির্বাহী সদস্য হাসান আরেফিনসহ আরো অনেকে।
এএসএস/এসকেডি/এমএস