কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন


প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৬ মার্চ ২০১৬

কুমিল্লায় ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে জেলার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে পাঁচকিত্তা গ্রামের একটি ব্রিজের উপর ঢাকার একটি বেসরকারি কোম্পানির কর্মচারী এবং ওই গ্রামের আবদুল মালেকের ছেলে নজরুল ইসলামের (২৪) সঙ্গে একই গ্রামের অলেক মিয়ার ছেলে আবুল হোসেন শিলের (২৮)কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আবুল হোসেন শিল ক্ষিপ্ত হয়ে নজরুলকে ছুরিকাকাঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাস্থল থেকে মুঠো ফোনে জানান, হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়।

রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে মুরাদনগর থানার এসআই মো. নুরুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করা হয়।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।