ওয়াশিংটনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি উ. কোরিয়ার
মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পর ‘লাস্ট চান্স’ নামে চার মিনিটের একটি ভিডিও ফুটেজের মাধ্যমে এ হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর আল জাজিরার।
ভিডিওতে দেখানো হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে ক্রমশ ওয়াশিংটনের দিকে এগিয়ে যাচ্ছে। পরে তা ওয়াশিংটনে আঘাত হানছে।
ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে বলা হয়েছে, আমেরিকা এ গ্রহে থাকতে চায় নাকি তারা নিজেদের অস্তিত্বকে মুছে ফেলতে চায় এ বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের কোনো কর্মকাণ্ড উত্তর কোরিয়ার বিরুদ্ধে শুরু হওয়ার আগেই মার্কিন ভূখণ্ডকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এই হামলার উদ্দেশ্যে নিজ দেশের সেনাবাহিনীকে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কিম।
টিটিএন/আরআইপি