গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত ইবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০১ মে ২০২৫

গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্র।

শুক্রবার (২ মে) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

জানা যায়, ৬৯২৪ শিক্ষার্থী ইবি কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন ও মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে।

পুরো পরীক্ষা মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সচেতন। যে ভবনগুলোতে পরীক্ষা হবে সেগুলোতে দুই-তিনদিন যাবৎ অতিরিক্ত পাহারা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, এবারের পরীক্ষায় শিক্ষার্থী বেশি থাকায় আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।