ড. ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৪ মে ২০২৫
শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (২৪ মে) বিকেল ৪টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনূস’ প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কিছু মানুষ। এ সময় তাদের হাতে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ড. ইউনূসকে রাষ্ট্রপতি দেখতে চাই’সহ নানান ব্যানার দেখা যায়।

বিক্ষোভকারীরা দাবি করেন, ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে হবে।

এ সময় তারা ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠনের দাবি জানান।

এছাড়া সংবিধান সংস্কার, ‘জুলাই গণহত্যাকারী’ আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ড. ইউনূসকে পাঁচ বছর সময় দেওয়ার দাবিও জানান তারা।

এদিকে তাদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এফএআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।