শহীদ জিয়ার ৪৪তম শাহাদতবার্ষিকীতে জবি ছাত্রদলের একাংশের বৃক্ষরোপণ

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকীতে জবি ছাত্রদলের একাংশের বৃক্ষরোপণ/ছবি-সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একাংশ।

শনিবার (৩১ মে) ক্যাম্পাসে নানা ফলজ ও গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিবেশবান্ধব চিন্তা থেকে এই আয়োজন করা হয়েছে।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, রাজনীতি শুধু মিছিল কিংবা স্লোগানে সীমাবদ্ধ নয়। সমাজ ও ভবিষ্যতের জন্য বাস্তব কিছু করতে চাই বলেই গাছ রোপণের মাধ্যমে আমাদের এই ছোট্ট প্রয়াস। এটি হয়ত ছোট উদ্যোগ, কিন্তু পরিবর্তনের বীজ তো এখানেই।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির বলেন, শহীদ জিয়ার আদর্শ আমাদের নৈতিক শক্তির উৎস। শাহাদাতবার্ষিকীতে গাছ লাগিয়ে আমরা শুধু শ্রদ্ধা জানাইনি বরং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধের বীজও বপন করেছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও মেহেদী হাসান।

এছাড়া অংশ নেন ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, তানভীর ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের, শাহরুল।

তৌফিক হোসেন/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।