ঢাবির জহুরুল হক হলে ‘সততা মেডিসিন কর্নার’ স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে হলের প্রবেশমুখে বিক্রয়কর্মী ছাড়া ‘সততা মেডিসিন কর্নার’ স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) হলের প্রাধ্যক্ষ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ্ এ মেডিসিন কর্নার উদ্বোধন করেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি আল মেহরাজ শাহরিয়ার মিথুন ও সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দিন শিমুলসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক শিমুল বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি নিত্যপ্রয়োজনীয় মেডিসিনের জন্য শিক্ষার্থীদের যথেষ্ট বিড়ম্বনার শিকার হতে হয়। এক্ষেত্রে তাদের অনেক সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাবের দোকান এবং পলাশী মোড়ের দিকে ছুটে যেতে হয়। কিন্তু রাত ১০/১২টার পরে যদি কারো এ মেডিসিনগুলার প্রয়োজন হয়, তাহলে পলাশী কিংবা ক্লাবের দোকানগুলোতে যাওয়া সম্ভব নয় কারণ সেগুলো বন্ধ হয়ে যায়। তাই আমরা আমাদের হলের প্রবেশ মুখে এ মেডিসিন কর্নার স্থাপনের উদ্যোগ নিই। এক্ষেত্রে শিক্ষার্থীরা যে যার প্রয়োজনমতো মেডিসিন যেকোনো সময়ে সংগ্রহ করতে পারছেন।

সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, মেডিসিন কর্নারের পাশে মূল্য পরিশোধের জন্য একটি তালাবদ্ধ বক্স, এছাড়া বিকাশ বা নগদে সেন্ডমানির ব্যবস্থাও রাখা হয়েছে।

এ প্রসঙ্গে জহুরুল হক হলের শিক্ষার্থী রাকিব ইসলাম বলেন, অবশ্যই এটা প্রশংসনীয় একটি উদ্যোগ, মেডিসিন কর্নার স্থাপিত হওয়ার ফলে আমাদের নিত্যপ্রয়োজনীয় মেডিসিনের জন্য আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। আমরা খুব সহজেই হাতের নাগালে কোন ধরনের ঝামেলা ছাড়াই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারবো।

পাশাপাশি যেহেতু এটা বিক্রয়কর্মী ছাড়া মেডিসিন কর্নার, আমরা এটার মাধ্যমে সততার যে গুণাবলি তার যথার্থ অনুশীলন করতে পারব।

এফএআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।