শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৭ জুলাই শুরু হবে।
সোমবার (৩০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একাডেমিক কাউন্সিল সভায় ৭ জুলাই ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। এবার গুচ্ছ থেকে বেরিয়ে আমরা স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছি। প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
এদিকে এক বিজ্ঞপ্তিতে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৮৫টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। অতিরিক্ত আসন রয়েছে ১০৫টি। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫ ও বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০।
এসআর/এমএস