কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে ১১ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ভবনের (আবাসিক হল) ছাদ ধসে ১১ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নির্মাণাধীন ছাত্রাবাসের নিচতলায় একটি বারান্দার ছাদ ঢালাই চলাকালীন এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘বিদ্রোহী’ ছাত্রাবাসের পাশে একটি ১০ তলা ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে। সকাল থেকে নির্মাণাধীন ছাত্রাবাসের নিচতলায় একটি বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। বিকেল সোয়া ৪টার দিকে নড়বড়ে হয়ে ধসে পড়ে পুরো ছাদ।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে ১১ শ্রমিক আহত

এসময় নির্মাণকাজে থাকা শ্রমিকরাও নিচে পড়ে যান। এতে ১১ জন শ্রমিক কোমর, হাঁটু ও পিঠে আঘাত পেয়ে আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, নির্মাণকাজ করছিল সিএসআই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ছাদ ধসে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে ১১ শ্রমিক আহত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে হয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে। ছাদ ধসে পড়ার পেছনে কারও গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।