রাকসু ও চবির হল সংসদে জয়ী সীতাকুণ্ডের দুই ভাই-বোন
শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের দুই মেধাবী ভাই-বোন। দেশের দুই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ বি এম খালেদ। তিনি ফিন্যান্স বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অভিযাত্রিক ছাত্রী ঐক্য’ প্যানেল থেকে উম্মে হাবীবা ৭১৬ ভোট পেয়ে বেগম খালেদা জিয়া হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। এই দুই প্রতিভাবান তরুণ-তরুণী সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের মুহাম্মদ মঈন উদ্দীন বাহার ও সামিনা আক্তার দম্পতির সন্তান।
আরও পড়ুন-
রাকসুতে পরাজিত প্রার্থীদের মিলনমেলা
প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন, রোববার বসতে পারবেন নির্বাচিতরা
জিএসে হারলেও সিনেটে নির্বাচিত শিবির প্যানেলের ফাহিম
স্থানীয়দের মতে, একই পরিবারের দুই সদস্যের দেশের দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়া সীতাকুণ্ডবাসীর জন্য এক গর্বের।
এ বি এম খালেদ ও উম্মে হাবীবা জাগো নিউজকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আল্লাহ্র ওপর ভরসা রেখে ন্যায় ও সত্যের পথে কাজ চালিয়ে যেতে চাই।’
এম মাঈন উদ্দিন/এফএ/এমএস